বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ আটক তিন মাদক বিক্রেতাকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন গুয়াবাড়িয়া গ্রামের আয়নাল গাজীর ছেলে রাজীব গাজী ওরফে রিপনকে (২৪) তিন মাসের বিনাশ্রম করাদণ্ড ও একশত টাকা জরিমানা। গাবগাছিয়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২২) ও মিজান শেখ এর ছেলে নয়ন শেখকে (২০) ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
বুধবার বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান মোবাইল কোর্ট পরিচালনা করে ওই তিন যুবককে করাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন। এদের নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।