রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে উৎপাদন। গত কয়েক মাসের টানা খড়ার পর এখন বিদ্যুৎ উৎপাদন রেকর্ড ছাড়িয়েছে। সম্প্রতি টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। পানি বৃদ্ধি পাওয়ায় সচল হয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট। তাই বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন গড়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় ২০০ থেকে ২১০ মেগাওয়াট। যা গত কয়েক মাসের চেয়ে কয়েকগুণ বেশি। এভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকলে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র রেকর্ড ছাড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র কয়েক মাস আগেও রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ইউনিটগুলোর ৪টি বন্ধ ছিল। কাপ্তাই হ্রদের পানি সংকটের কারণে অচল ছিল ৪টি ইউনিট। কিন্তু বর্ষার শুরুর পর টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় দ্রুত বৃদ্ধি পেতে থাকে কাপ্তাই হ্রদের পানি। তাতেই সচল হতে শুরু করে ৫টি ইউনিট। সময়ের সাথে বৃদ্ধি পাই উৎপাদন। ২৪৫ মেঘাওয়াট বিদ্যুৎ এর মধ্যে বর্তমানে উৎপাদন হচ্ছে ২০০ থেকে ২১০০ মেঘাওয়াট।
রাঙামাটি কাপ্তাই উপজেলার জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিন সী লেভেল (এমএসএল)। তবে বর্তমানে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমানে ১০১.৩০ ফুট মিন সি লেভেল পানি থাকার কথা। কিন্তু হ্রদে পানি আছে ১০৬.৫১ ফুট মিন সি লেভেল পানি। প্রয়োজনের তুলনায় ৫ ফুটেরও বেশি পানি রয়েছে লেকে। হ্রদে ধারণ ক্ষমতার চেয়ে ৫ ফুটেরও বেশী পরিমাণ পানি রয়েছে। তবে এখন পর্যন্ত পানি ছাড়ার কথা আপাতত ভাবা হচ্ছে না। আর এক ফুট পানি বাড়লেই পানি ছাড়া হতে পারে।