অকল্যান্ডের মেসি সাবার্বে একটি রাস্তার নাম বাংলা প্লেস। ২০০৮ সালের প্রথম দিকে এই রাস্তাটির উদ্বোধন করা হয়। অকল্যান্ড প্রবাসী মোঃ মনসুর রহমানের দেশ প্রেম এবং অক্লান্ত পরিশ্রমের ফসল এই বাংলা প্লেস। তিনি স্থানীয় সিটি কাউন্সিলের অনুমোদন নিয়ে বাংলা প্লেস নামে রাস্তাটি নির্মাণের পাশাপাশি এই রাস্তার দুই পাশে ছোট বড় মোট ৩৫ টি বাড়ি নির্মাণ করেন।
১৯৮৭ সালে মোঃ মনসুর রহমান ভাগ্য অন্বেষণে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাড়ি জমান। নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।