ভারতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাসের ১১ যাত্রী নিহত

0

ভারতের রাজস্থানের ভারতপুরে ফ্লাইওভারে উপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। খবর এনডিটিভির।

জানা গেছে, রাজস্থানের ভারতপুরের জাতীয় মহাসড়কে ভোর সাড়ে চারটায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজস্থানের পুস্কার থেকে উত্তর প্রদেশের ব্রিন্দাবনে যাচ্ছিল

পুলিশ দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর ওই বাসটি লক্ষণপুর এলাকার অন্তরা ফ্লাইওভারের উপর দাঁড়ায়। তখন পেছন থেকে একটি ট্রাক এতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারীর নির্মম মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here