ক্রিকেটারদের সমর্থন দেওয়া উচিৎ: জালাল ইউনুস

0

হারের পর এমনিতেই মানসিকভাব বিধ্বস্ত থাকেন ক্রিকেটাররা। কাজ করে হতাশা। বাংলাদেশ দলকে মানসিকভাবে সতেজ রাখতে তাই অনুশীলনের পরিবর্তে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ক্রিকেটাররা হতাশ নয়, তাদের সমর্থন দেওয়া উচিৎ।

‘আমি মনে করি এই জায়গাটায় তাদের সবচেয়ে সাপোর্ট দেয়া উচিত। আমাদের থেকে তো তারা সাপোর্ট পাচ্ছেই। অনেকে মনে করে টিম মোটিভেটেড কি না। এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই মোটিভেটেড। কারণ প্লেয়াররা যখন খেলে তারা জানে হার-জিত আছে খেলায়।’

তিনদিন বিশ্রামের পর আজ থেকে শুরু হবে বাংলাদেশের অনুশীলন। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ফ্লাডলাইটের আলোতে প্রেমাদাসায় চলবে নিবিড় অনুশীলন। এর আগে ক্রিকেটারদের সঙ্গে গতকাল বৈঠকে বসে টিম ম্যানেজমেন্ট। হাথুরুসিংহে প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। জানার চেষ্টা করেছেন কার কোথায় সমস্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here