বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, ভবিষ্যতে উষ্ণায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলা হলে, পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এ উষ্ণায়ন খতিয়ে দেখা প্রয়োজন। এ চ্যালেঞ্জ মোকাবিলা না করলে সমস্যায় পড়বে বিশ্ব।
ভারতের দিল্লির জি-২০ সম্মেলন শেষে ভিয়েতনাম সফরে উষ্ণায়ণ নিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি। বাইডেন বলেন, বর্তমানে বিশ্বজুড়ে উষ্ণায়ণ বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর এ পরিবর্তন মানবতার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।