ফুলপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী খুন, আটক ২

0

ময়মনসিংহের ফুলপুরে প্রতিপক্ষের হামলায় ড্রাম ট্রাক ও বালু ব্যবসায়ী শ্যামল (২৭) খুন হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের আলোকদি টু রূপসী কাঁচা সড়কে আলোকদি গ্রামের ভেজাইল্যা বাড়ি সংলগ্ন বাবুল মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত শ্যামল আলোকদি ওই গ্রামের মৃত হযরত আলী ম্যানেজারের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মঞ্জুরুল ইসলাম ও মোসাদ্দেক আলী নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটক মঞ্জুরুল ওই এলাকার দৌলত আলীর পুত্র আর মোসাদ্দেক একই এলাকার শামসুল হকের পুত্র। 

এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here