সুদানের রাজধানীর একটি বাজারে ড্রোন হামলা নিহত ৪০

0

সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করছে। রাজধানী খার্তুমের দক্ষিণে একটি মুক্ত বাজারে (ওপেন মার্কেট) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।

 মানবাধিকার কর্মী ও চিকিৎসাকর্মীরা এই তথ্য জানিয়েছেন। এছাড়া খার্তুমের মায়ো পাড়ায় হামলায় অন্তত ৭০ জন আহত হয়েছেন। 

হাসপাতালে ভর্তি অনেকের অঙ্গচ্ছেদ প্রয়োজন হবে। 

সুদানে চলমান সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। এই দুই জেনারেল একত্র হয়ে ২০২১ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেছিলেন।

কিন্তু আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে গত ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। আরএসএফকে সামরিক বাহিনীতে একীভূত করার সময় কে সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ হবেন, তা নিয়ে, অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্বে তাদের মধ্যে লড়াই শুরু হয়। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here