জওয়ান নিয়ে উন্মাদনা, চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ শাহরুখের!

0

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার সদ্য মুক্তি পাওয়া ‘জওয়ান’ মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘জওয়ান’। চারিদিকে যখন ছবিটির জয়জয়কার, একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে।

ছবিটি নিয়ে চট্টগ্রামের শাহরুখ-ভক্তদের উন্মাদনা দেখে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের একটি পোস্ট রিটুইট করে তাদেরকে ধন্যবাদ জানান শাহরুখ। এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাব-এর পক্ষ থেকে কিছু ছবিসহ পোস্ট করে জানানো হয় যে, চট্টগ্রামে শাহরুখের ভক্তরা ‘জওয়ান’-এর সম্পূর্ণ একটি শো বুক করেছেন। 

তবে এবার বাংলাদেশি ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর ছিল- গত ৭ সেপ্টেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘জওয়ান’। ইতোমধ্যেই ছবিটি দেখতে দলে দলে সিনেমা হলগুলোতে ভিড় করেছেন ‘কিং খান’ এর ভক্তরা। বাংলাদেশে ৪৮টি সিনেমা হলে ২৩৭টি শো চলছে ‘জওয়ান’ এর।

ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি এবং এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাঠি, সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, রিধি ডোগরা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here