হাঁটুর চোটে ৯ মাস মাঠের বাইরে থাকার পর এসি মিলানের হয়ে গত মাসের শেষ সপ্তাহে মাঠে ফিরেছেন জাতান ইব্রাহিমোভিচ। এবার ডাক পেলেন সুইডেন জাতীয় দলেও।
৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এ মাসে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের দলে আছেন। ম্যাচ দু’টি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের অংশ। সর্বশেষ গত বছরের মে মাসে জাতীয় দলে খেলেছিলেন তিনি।
গত বছর এসি মিলানের হয়ে সিরি’আ জেতেন ইব্রা। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নও করেন চলতি মৌসুম পর্যন্ত। তবে হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় তাঁকে। ফেরার পর মিলানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৮ মিনিট।