বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলীর ১ একর ৩৭ শতক জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি) হস্তান্তর করা হয়েছে। এতে করে চট্টগ্রামের বন-পাহাড়সমৃদ্ধ সবুজ ‘লোকেশনে’ সিনেমা শ্যুটিং ও নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু হলো।
রবিবার বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।