৫০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা রবিবার (১০ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামি ফরিদ আলম ও জাফর আলম আদালতে উপস্থিত ছিলেন এবং দণ্ডিত অপর আসামি রোহিঙ্গা মো. জুবায়ের পলাতক রয়েছে।
রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আহমেদ কবির এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট সাঈদ হোসাইন মামলাটি পরিচালনা করেন।