তিন দিনে ৩৫০ কোটি রুপি আয় জওয়ানের

0

এই ঝড় প্রত্যাশিতই ছিল। গত কয়েকমাস ধরেই জওয়ানের উন্মাদনা দেখে বোঝা যাচ্ছিল, বক্স অফিস রীতিমতো তছনছ করতেই আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর করছেনও তাই! মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে ‘জওয়ান’। 

ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা ভি জানিয়েছেন, প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটি রুপি ব্যবসা করেছে ‘জওয়ান’। তৃতীয় দিনে ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগুতে যথাক্রমে গ্রস ৭৩.৭৬ কোটি, ৫.৩৪ কোটি এবং ৩.৭৪ কোটি ব্যবসা করেছে। অর্থাৎ তৃতীয় দিনে ছবিটির আয় মোট ৮২.৮৪ কোটি টাকা। আয়ের সংখ্যা চোখ কপালে তোলার মতোই! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here