কৃষ্ণসাগরের আকাশ থেকে ইউক্রেনের ৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

0

ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরের আকাশ থেকে ইউক্রেনের  আটটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ড্রোন ভূপাতিত করার কাজে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১০ সেপ্টেম্বর রাতে ইউক্রেন সরকার রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে। এজন্য তারা বিমানের বৈশিষ্ট্যসম্পন্ন ড্রোন ব্যবহার করেছিল কিন্তু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই হামলার চেষ্টা বানচাল করে দেয়া হয়েছে। রাশিয়ার অন্যতম বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here