মেসিবিহীন ম্যাচেও জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে দলটি। একটি গোল করেছেন আরেক আর্জেন্টাইন ফাকুন্দো ফারিয়াস। জোড়া গোল করেছেন ইকুয়েডরের ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গেছেন লিওনেল মেসি। তবে এর মধ্যেই এমএলএস’র প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে। তবে মেসি না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি মায়ামির। যদিও লড়াই হয়েছে।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬০ মিনিটে তৃতীয় গোল করেন ফাকুন্দো ফারিয়াস। তবে ৭৮ মিনিটে একটি গোল ফেরত দেয় স্পোর্টিং কানসাস সিটি। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে শেষ হয় খেলা।