ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

0

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ ঢাকায় আসছেন। ভারতে জি২০ সম্মেলন শেষে ঢাকায় আসবেন তিনি। সন্ধ্যায় ঢাকায় অবতরণ করলে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কূটনৈতিক সূত্র জানায়, আজ সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ম্যাক্রোঁকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীও একই দিন জি২০ সম্মেলন শেষে ঢাকায় ফিরবেন। তবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কিছু সময় আগেই বিমানবন্দরে অবতরণ করবে। এরপর তিনি সেখানেই ফ্রান্সের প্রেসিডেন্টের অপেক্ষায় থাকবেন।

পরদিন (সোমবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানাবেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ম্যাক্রোঁ। বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর হবে। দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর এবং সব শেষে দুই নেতা একটি যৌথ প্রেস ব্রিফিং করবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর আধা ঘণ্টা একান্তে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখান থেকে ফ্রান্স দূতাবাসে দুপুরের ভোজে অংশ নেবেন ম্যাক্রোঁ। তারপর তিনি ঢাকা ত্যাগ করবেন। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ফরাসি প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানাবেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনাও থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here