শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন

0

বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল সাবেক ছাত্রনেতা শাহেদুল ইসলাম সাহেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সরকার।

শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে এক প্রচারণায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে গত ২১ বছর দেশ লুটপাট করে খেয়েছে। আজ জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here