মরক্কোতে ভূমিকম্পে মৃত্যু ছাড়াল দুই হাজার

0

মরক্কোতে এযাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। 

শক্তিশালী এ ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে এক পাহাড়ি এলাকায় উৎপত্তি ভূমিকম্পটির। মারাকেশ ছাড়াও পার্শ্ববর্তী উপকূলীয় তিন শহর রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাওরিয়া ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here