ব্রাহ্মণবাড়িয়ায় দুই টিকেট কালোবাজারিকে সাজা

0

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ৭৪ আসনযুক্ত টিকেট পাওয়া এক টিকেট কালোবাজারিকে এক বছর ও তার সহযোগীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে রেলওয়ে স্টেশনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন অভিযান চালিয়ে এই করাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন সুমন মিয়া (২৩) ও সাব্বির মিয়া (২৪)। সুমন পৌর এলাকার উত্তর মৌড়াইলের ও সাব্বির সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘণের অপরাধে সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ধারায় সাব্বিরকে ছয় মাসের  কারাদণ্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here