জামালপুরে অনুষ্ঠিত হয়ে গেলো ঐহিত্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দুই দিনব্যপী আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয় ছিনিয়ে নেয় ভেঙে যাওয়া নৌকা সোনমুখী রকেট।
ঢাকাস্থ জামালপুর সমিতি, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর পৌরসভার যৌথভাবে শহরের ছনকান্দায় ব্রহ্মপুত্র নদে দুই দিনব্যাপী নৌকা বাইচের আয়োজন করে। শুক্রবার প্রতিযোগীতার প্রথম দিনে মোট ১৫টি নৌকার মধ্যে ৮টি নৌকা দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। শনিবার বিকেলে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ ৮টি নৌকা থেকে ৪টি নৌকা সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। সেমি ফাইনালে অংশ নেয় ইসলামপুর উপজেলার সোনামুখি রকেট, মনিরাজ, মেলান্দহ উপজেলার শাহপরান ও ময়ুরপঙ্খী বাইচের নৌকা। সেমি ফাইনালে বিজয়ী হয়ে চূড়ান্ত পর্বের ফাইনালে অংশ নেয় সোনামূখী রকেট ও মনিরাজ নামে দুইটি নৌকা।
এর আগে সেমিফাইনালে অংশ নেয়ার আগ মূহূর্তে নৌকা ঘুরানোর সময় ব্রহ্মপুত্র নদে চলাচলরত একটি ইঞ্জিনচালিত নৌকার সাথে ধাক্কা লেগে সোনমূখী রকেটের সামনের অংশ ভেঙে যায়। পরে তাৎক্ষনিকভাবে মেরামত করে সেমি ফাইনালে অংশ নেয় সোনামূখী রকেট। ফাইনালে অংশ নিয়ে ইসলামপুর উপজেলার সোনামূখী রকেট ভাঙ্গা নৌকা নিয়েই মনিরাজকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। এদিকে, মেলান্দহ উপজেলার শাহপরান ও ময়ুরপঙ্খী নৌকার মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়, এতে ময়ুরপঙ্খীকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে শাহপরান। দুদিন ব্যাপী নৌকা বাইচ দেখতে ছনকান্দা হতে পুরাতন ফেরিঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের দুপ্রান্তে লাখো দর্শনাথী ভিড় করে।
নৌকা বাইচ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন এমপি, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, ঢাকাস্থ জামালপুর সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব:) শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।