ভৈরবে বিপুল পরিমাণ প্রসাধনীসহ গ্রেফতার ২

0

কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে ভৈরবের দুর্জয় মোড় এলাকায় অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি দুর্জয় মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব। 

র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছেন।

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী ভৈরব থানায় একটি মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here