পরিবেশ রক্ষায় মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগ

0

মৌলভীবাজারের পরিবেশ রক্ষায় সচেতনতা মূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। 

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) জেলা পুলিশের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিলে ও কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্দ্যোনে পরিবেশ রক্ষায়  জনসচেতনতা মূলক বিলবোর্ড লাগানো হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান, পিপিএম বার এসব বিলবোর্ড স্থপান করেন। 

এছাড়া শ্রীমঙ্গলে বাইক্কা বিলে পাখি শিকার বন্ধে বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করতে বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় মোহন চক্রবর্তী প্রমুখ। 

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, লাউয়াছড়া বন ও বাইক্কা বিল বন্যপ্রাণি এবং পাখিদের অভায়শ্রম। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ি চালালে বন্যপ্রাণির জীবন ঝুঁকির সম্ভবনা থাকে। তাই সচেতনতার জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তিনি সবাইকে এই নির্দেশনা গুলো মেনে চলার অনুরোধ জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here