মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা: এক নজরে পরিসংখ্যান

0

এশিয়া কাপ ক্রিকেটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। 

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল।

এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ বেশ ভালো করছেন। শান্ত আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। তিনি ১৯৩ রান করেছেন। অন্যদিকে তিনে থাকা মিরাজ করেছেন ১১৭ রান। এ তালিকায় দুই নম্বরে আছেন বাবর আজম। বোলিংয়ে অবশ্য পাকিস্তানি বোলাররাই এগিয়ে। হারিস রউফ ৯টি উইকেট শিকার করে আছেন শীর্ষে। ৭টি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here