এশিয়া কাপের সুপার ফোরে অন্য কোনো দলের জন্য রিজার্ভ ডে নেই। তবে শোনা যাচ্ছে ভারত পাকিস্তানের রবিবারের ম্যাচের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল করছে বিশেষ রিজার্ভ ডে’র ব্যবস্থা। আর এমন খবরটা খুব ভালোভাবে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি নিশ্চিত যে অংশগ্রহণকারী ছয় দেশের প্রতিনিধি নিয়ে একটা টেকনিক্যাল কমিটি আছে। তাই তো কোনো কারণে এ সিদ্ধান্ত নিয়ে থাকবে। এটা ঠিক নয়। কারণ, আমরাও একটা অতিরিক্ত দিন চাইতে পারি। এ ছাড়া এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কারণ, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’
যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।