ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, মস্কো বাহিনীকে প্রতিহত করতে অস্ত্র সরবরাহ নিশ্চিত করা ইউক্রেনের জন্য কঠিন হচ্ছে। অস্ত্র সরবরাহ খুব ধীর গতিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, কিয়েভের সামরিক বাহিনী আরও শক্তিশালী অস্ত্র পেলে ইউক্রেনের তিন মাস ধরে চলা ‘পাল্টা আক্রমণ’ দক্ষিণ ও পূর্বাঞ্চলে দ্রুত সাফল্য অর্জন করবে।