জি২০ সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি দিল্লির পালাম এয়ারফোর্স বিমানবন্দরে অবতরণ করেন।
বিমান বন্দরে বাইডেনকে অভ্যর্থনা জানান ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং। আজ শুক্রবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন। বৈঠকে তারা জি২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনা করবেন।
সূত্র : এনডিটিভি।