গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ভারত ব্যাট করতে পারলেও এই ম্যাচে ব্যাট হাতে নামতে পারেনি বাবর আজমের দল। ফলে দুই বৈরি দেশের ম্যাচ নিয়ে যে উত্তেজনা ও ব্যবসা সেখানেও পড়েছে ভাটা।
এবার শোনা গেছে সেই দিক বিবেচনায় নিয়েই, এশিয়া কাপের সুপার ফোরে রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
পাল্লেকেল্লেতে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। নেপাল-ভারত ম্যাচেও বৃষ্টি হয়েছিল। শ্রীলঙ্কার কলম্বোয় আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) কলম্বো থেকে ম্যাচগুলো সরিয়ে হাম্বানটোটাতে নিতে চেয়েছিল।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।