টাঙ্গাইলের সখীপুরে শত্রুতার বসে আকশমনি বাগানের ভেতর থেকে ৭০টি গাছ ভেঙে ফেলেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাপ্রতিমা গ্রামের আব্দুল হাকিম মাস্টারের চালায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন মৃত আব্দুল হাকিম মাস্টারের স্ত্রী রিনা আক্তার।
রিনা আক্তার বলেন, স্বামী মারা যাওয়ার পর ২০ শতাংশ জমিতে দুই শতাধিক আকাশমনি গাছ নিজের হাতে লাগাইছি। আমার কোন ছেলে নাই, তিন মেয়ে। মেয়েদের লেখা পড়া এবং নিরাপত্তার জন্য গ্রামের বাড়ি ছেড়ে সখীপুর বাসায় থাকি। এই সুযোগে শুত্রুতা করে কে-বা কারা রাতের আঁধারে ৭০টি গাছ কেটে ফেলেছে।