মোরসালিনের গোলে পরাজয় এড়ালো বাংলাদেশ

0

আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দ্বিতীয় ম্যাচে মোরসালিনের গোলে পরাজয় এড়ালো বাংলাদেশ। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ত্যাগ করে বাংলাদেশ ও আফগানিস্তানের ফুটবলাররা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

প্রথমার্ধে মাঠের খেলার পাশাপাশি উত্তাপ ছড়িয়েছে ডাগআউটেও। দুটি লাল কার্ড সহ চারটি হলুদ কার্ড  দেখাতে হয়েছে রেফারিকে। লাল কার্ড দুটি দেখেছেন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন এবং আফগানিস্তানেরর কোচ আবদুল্লাহ আলমুতাইরি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আফগানিস্তান। ধীরে ধীরে ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে রক্ষণ সামলে আক্রমণে উঠতে থাকে বাংলাদেশও।  

ম্যাচের ১৭ মিনিটে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করেন আফগানিস্তানের মাহবুব হানাফি। এরপর বাকবিতণ্ডায় জড়ান দুই দলের খেলোয়াড়রা। উত্তাপ ছড়ায় ডাগ আউট পর্যন্ত। উত্তেজিত হয়ে এগিয়ে আসেন আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আলমুতাইরি।  

রেফারি এবং অফিশিয়ালদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের সহকারি কোচ হাসান আল মামুন এবং আফগানিস্তানের কোচকে লাল কার্ড দেখান রেফারি প্রজোল ছেত্রী। উত্তেজিত হয়ে খেলোয়াড়দেরও মাঠ ছেড়ে আসার ইশারা করেন মুতাইরি। পরের মিনিটেই হলুদ কার্ড দেখেন সোহেল রানা।

এদিকে, বিরতি থেকে ফিরে এেসে ম্যাচের ৫২ মিনিটে সফরকারী আফগানিস্তান ম্যাচে লিড নেয়। কর্নার থেকে জাভার সারজা আফগানদের লীড এনে দেন। 

তবে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা শেখ মোরসালিন আজ অবশ্য ভুল করেননি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে প্লেসিংয়ে গোল করেন মোরসালিন। 

৬৮ মিনিটে রাকিবের ক্রসে বল পেয়েছিলেন জামাল ভূঁইয়া। তার হেড ফিরিয়ে দেন আফগান ডিফেন্ডার। ফিরতি বলে জামালের শট সেই ডিফেন্ডারের হাতে লাগলেও খেয়াল করেননি রেফারি। বাংলাদেশের পেনাল্টির আবেদন নাকচ করে দেন তিনি।  

এর ১০ মিনিট পরেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। রাকিবের কাটব্যাকে ঠিকঠাক পা লাগাতে পারেননি মোরসালিন। ৮৪ মিনিটে রাকিবের কর্নার থেকে হেড করেন বিশ্বনাথ ঘোষ। আফগান ডিফেন্ডারের গায়ে লেগে আবারও কর্নার পায় বাংলাদেশ। এই যাত্রায় দারুণ গোলের সুযোগ তৈরি করলেও গোল পায়নি বাংলাদেশ। তপু বর্মনের হেড ঝাপিয়ে ফিরিয়ে দেন আফগান গোলরক্ষক।  

পরের মিনিটেই সতীর্থের লম্বা ক্রস থেকে বল পান জামাল। বল নিয়ে ডি বক্সে ঢুকে যান তিনি। তবে তার শট ফিরিয়ে দেন আফগান গোলরক্ষক ফায়সাল। শেষ দিকে আফগানিস্তানকে চেপে ধরলেও জয়সূচক গোলের দেখা মেলেনি স্বাগতিকদের।  

এ নিয়ে ৯ ম্যাচে মুখোমুখি হলো দুই দল। বাংলাদেশের জয় একটিতে। আফগানিস্তান জিতেছে ২টি ম্যাচে। বাকি ছয় ম্যাচ ড্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here