মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আটক ২

0

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিজন পথচারীসহ মোট ৬ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় আহত জয় মস্তানের মা শামসুন্নাহার বেগম লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন হিসেবে আহত আলভি শিকদার (১৭) ও রাসেল শেখ (২৩) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জয় মস্তান, সাত মাসের শিশু তাবাসসুম ও জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়াও হামলার শিকার এক পক্ষের জয় মস্তান (২০)। প্রতিপক্ষের আলভি শিকদার (১৭) ও রাসেল শেখ (২৩) গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে সংঘাত পূর্ণ শোলারচর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বর্তমানে সংঘাতপূর্ণ এলাকার পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আহত জয় মাস্তানের মা শামসুন্নাহার বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মামলা প্রক্রিয়াধীন। সন্দেহভাজন হিসেবে আলভি শিকদার (১৭) ও রাসেল শেখ (২৩) নামের দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here