চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে নতুন স্নায়ু যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িত দেশগুলোকে নিজেদের মধ্যকার মতভেদ ও দ্বন্দ্ব সঠিকভাবে নিরসন করতে হবে। খবর পার্সটুডের।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবার আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং সেখানে চীনা প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে প্রচণ্ড রকমের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।
চীনের দোরগোড়ায় মার্কিন সমর্থিত জোট গঠনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে বেইজিং। এছাড়া, তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকার অব্যাহত হস্তক্ষেপের কারণে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। পাশাপাশি দক্ষিণ চীন সাগরসহ ওই অঞ্চলের বিভিন্ন ঘটনাবলীতে আমেরিকাকে উসকানি সৃষ্টির জন্য চীন অভিযুক্ত করে আসছে।