চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে একটি বাগান থেকে শিলা খানম (২৮)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। শিলা খানম গোপালগঞ্জ জেলা সদরে করপাড়া সরদার বাড়ীর মো. মুনছার খানের মেয়ে।
মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, স্থানীয়রা সকাল ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়াডের্র উত্তর মৈশাদী গ্রামের আদুর খাঁ’ বাড়ীর সামনে বাগানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে নারীর পরিচয় শনাক্ত করেন। তিনি বলেন, এখনও ওই নারীর কোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি। আমার এলাকায় তার কোন আত্মীয় স্বজন আছে কিনা তাও জানিনা। বিষয়টি পুলিশ দেখছে।