ভারত সফর: বাইডেনের জন্য আমেরিকা থেকে উড়ে আসছে যে গাড়ি

0

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। দিল্লি পৌঁছবেন শুক্রবার। 

বাইডেনের পাশাপাশি আমেরিকা থেকে উড়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্ট’। ভারত সফরের সময় বাইডেন এই বিলাসবহুল ক্যাডিলাক গাড়িতে চড়েই ভ্রমণ করবেন। 

‘দ্য বিস্ট’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ গাড়ি হিসেবে পরিচিত। বুলেট প্রতিরোধী এই গাড়ি সব সময় বাইডেনের নিরাপত্তারক্ষীদের পাহারায় থাকে। দিল্লিতেও এই গাড়ির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, বাইডেনের আগমন ঘিরে চরম ব্যস্ততা দিল্লিজুড়ে। তিন স্তরের কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভারতের রাজধানীকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো এবং সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন কর্মকর্তারা।

বাইডেনে ভারতে থাকাকালীন দিল্লির উপর নজর রাখতে আকাশে ক্রমাগত চক্কর দেবে বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলোতে সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কমান্ডো থাকবেন। 

দিল্লির বহুতল ভবনগুলোতে এনএসজি এবং সেনা স্নাইপারদের মোতায়েন করা হবে। বিভিন্ন দায়িত্বে রয়েছে দিল্লি পুলিশও। আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক জায়গায় এমন প্রযুক্তি বসানো হচ্ছে, যা ড্রোন চলাচলে বাধা দেবে।

বাইডেন এবং আমেরিকার অন্যান্য প্রতিনিধিরা আইটিসির এক বিলাসবহুল হোটেলে থাকবেন। বাইডেন এবং তার প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। বাইডেন থাকবেন ১৪তম তলায়। ১৪তলা থেকে নীচে আসার জন্য বিশেষ লিফটের ব্যবস্থা করা হয়েছে। যেখানে তিনি থাকবেন, সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে কেবল বিশেষ কয়েকজনকে। সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here