চলমান এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই বল হাতে ঝড় তুলছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। গড়ে ১৪৫ গতিতে বল করছেন তিনি। বুধবার বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন রউফ। এই ম্যাচে তার জুতার সামনের দিকে ছোট একটি ‘ছেঁড়া’ অংশ দেখা যায়। তাতেই শুরু হয় জল্পনা-কল্পনা।
পেসারদের ক্ষেত্রে জুতা সঠিক মাপের না হলে সমস্যা হতে বাধ্য। এছাড়া বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময় পা স্লাইড করে। এতে ডানহাতি পেসারদের ক্ষেত্রে বাঁ-পায়ের বুড়ো আঙুলে চোট লাগার সম্ভাবনা প্রবল। অনেক সময় নখও উঠে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায়, পেসাররা বুড়ো আঙুলে টেপ বেঁধে জুতা পরেন। বোলিংয়ের সময় যাতে আঙুলে চোট লাগার সম্ভাবনা কিছুটা হলেও কমে। আরও একটা উপায় আছে। হ্যারিস রউফকে সেটাই করতে দেখা গেল।