মেহেরপুরের গাংনীতে তিন কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সেলিম সরদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত সেলিম সরদার কুষ্টিয় দৌলতপুর উপজেলার পোয়ালবাড়ীয়া লুৎফর সরদারের ছেলে।
তিনি আরও জানান, এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করে। আটককৃত সেলিম সরদারককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।