এবার সরকারি অফিসে ও কাজে আইফোন নিষিদ্ধ করেছে চীন সরকার। কেবল আইফোন নয় অন্য বিদেশি স্মার্টফোনও আছে এই তালিকায়। মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এই সংবাদ প্রকাশ করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমাতেই এই উদ্যোগ নিয়েছে চীন সরকার। এছাড়াও এর সাথে সাইবার নিরাপত্তার বিষয়টিও জড়িত। সরকারি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়া ঠেকাতে চায় বেইজিং।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, এরইমধ্যে বেশকিছু সংস্থায় আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। সামরিক ও সরকারি কর্মকর্তাদের টেসলার তৈরি গাড়ি ব্যবহারেও বিধি নিষেধ আরোপ করেছিল চীন। পরে টেসলা জানায়, তারা চীনের জন্য আলাদা তথ্যভাণ্ডার স্থানীয়ভাবে তৈরি করবে।
এর আগে অবশ্য চীনা ফোন কোম্পানি হুয়াওয়ে, জেটিইকে নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া টিকটক নিষিদ্ধ করার চেষ্টাও চলছে মার্কিন মুলুকে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল