৮ মিনিটে পদ্মা পাড়ি দিল পরীক্ষামূলক ট্রেন

0

পদ্মা বহুমুখী সেতুতে রেল চলাচলের স্বপ্নের পূর্ণতা পাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০টা ৭ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনের পথে রওনা হয়।

বেলা ১১টা ২৬ মিনিট ট্রেনটি এ সেতুতে ওঠে, পার হয় ১১টা ৩৪ মিনিটে। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতু পাড়ি দিতে পরীক্ষামূলক ট্রেনটির সময় লেগেছে মাত্র আট মিনিট। আর প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে ভাঙ্গা যেতে ২ ঘণ্টা ১০ মিনিট সময় লেগেছে পরীক্ষামূলক ট্রেনটির।

আজ এ পরীক্ষামূলক যাত্রায় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও রেলওয়ে এবং প্রকল্পের কর্মকর্তারা। যাত্রাপথে তারা এ পথের সবকিছু পর্যবেক্ষণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here