আন্তর্জাতিকসুদানে সেনাবাহিনীর গোলায় প্রাণ গেল ৩২ বেসামরিক নাগরিকেরBy AmarNews.com.bd - September 7, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL উত্তর আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনীর গোলায় অন্তত ৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটিতে চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধ শুরু হয়। এরপর সেখানে কোনও হামলায় একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।