নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৯

0

জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠির নলছিটি উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৯ আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা চলছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মজকুনি গ্রামের সনাতন চক্রবর্তী সঙ্গে একই বাড়ির সন্তোষ চক্রবর্তীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। বুধবার সকালে বিরোধীয় জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাথী চক্রবর্তী, সম্ভু চক্রবর্তী, সঞ্জিব চক্রবর্তী, গায়ত্রী চক্রবর্তী, সন্তোষ চক্রবর্তী, সমীর চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, আর্পিতা চক্রবর্তী, সচিন চক্রবর্তী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্তোষ চক্রবর্তী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে সকালে সনাতন চক্রবর্তীর পরিবারের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের পরিবারের ৫ জন আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ সংঘর্ষের ঘটনা মৌখিকভাবে জানিয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here