অ্যামাজন বন ধ্বংসের পরিমাণ কমানো নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ব্রাজিল। বলা হয়েছে, গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের আগস্টে অ্যামাজন বন উজাড়ের পরিমাণ কমেছে ৬৬ শতাংশের বেশি। মঙ্গলবার দু’টি নতুন আদিবাসী এলাকা সংরক্ষণের সীমানা ঘোষণা করার সময় এ কথা বলেছে ব্রাজিল সরকার। খবর এএফপি ও সিজিটিএনের।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা আমাজন দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আগস্ট মাসে, বিশ্বের বৃহত্তম রেইনফরেস্টের ব্রাজিলের অংশে আমরা বন উজাড়ের ক্ষেত্রে ৬৬ দশমিক ১১ শতাংশ হ্রাস করতে পেরেছি।’ জুলাই-আগস্ট মাস অ্যামাজনের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়টায় সাধারণত শুষ্ক আবহাওয়া থাকার কারণে বন উজাড় হয়।