নাটোরের বড়াইগ্রামের দক্ষিণ মালিপাড়া গ্রামে ঈমান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রামীণ সড়কের প্রায় লক্ষাধিক লাখ টাকা মূল্যের সাতটি মেহগণি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ওই ব্যক্তির বাড়ির আঙ্গিনা থেকে গাছগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে গাছগুলো ভূমি অফিস চত্ত্বরে সংরক্ষিত আছে। তবে, শুধু গাছ জব্দ নয়, নিষেধ করার পরও সরকারি গাছ কাটার অপরাধে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
স্থানীয়রা জানান, উপজেলার মালিপাড়া বাজার থেকে গুনাইহাটিগামী পাকা সড়কের ধারে দক্ষিণ মালিপাড়া গ্রামে কালাম মাষ্টারের বাড়ির সামনে সাতটি বড় আকারের মেহগণি গাছ ছিলো। গত শুক্রবার ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে ঈমান আলী লোক দিয়ে গাছগুলো কেটে নেন। এভাবে প্রকাশ্যে সরকারি গাছ কেটে নেয়ায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঈমান আলী বলেন, গাছগুলো আমিই লাগিয়েছিলাম। কিন্তু এখন ভূমি অফিসের লোকজন এসে বলছে যে, গাছগুলো রাস্তার সীমানায় পড়েছে। তাই তারা গাছ নিয়ে গিয়েছে।