শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ; ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

0

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। নিয়ম মেনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে নিজেদের প্রাথমিক স্কোয়াডের তালিকা পাঠিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

২০১৯ সালে ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তোলে ইংলিশরা। তাদের সামনে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার আগে আইসিসির কাছে খেলোয়াড়দের তালিকা পাঠিয়েছে থ্রি লায়ন্সরা।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

ইংল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াড : 
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলি, ডেভিড উইলি, মার্ক উড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here