চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে লাইপজিগকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে হ্যাটট্রিকসহ একাই ৫ গোল করেন ২২ বছরের আরলিং হালান্ড! তার এই পারফরম্যান্সে রীতিমত রেকর্ডবইয়ে তোলপাড় হয়ে গেছে।
চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের ২৫তম ম্যাচ ছিল এটি। আসরে ৩০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। প্রতিযোগিতাটিতে তার চেয়ে কম ম্যাচে এই মাইলফলক ছুঁতে পারেননি আর কেউ। হালান্ড ভেঙেছেন সাবেক ডাচ ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের (৩৪ ম্যাচ) রেকর্ড।
চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৫ গোল করা খেলোয়াড়দের ছোট্ট তালিকাতেও সদর্পে জায়গা করে নিয়েছেন হালান্ড। তার আগে মাত্র দু’জন ফুটবলার এই রেকর্ড গড়তে পেরেছেন। ২০১২ সালে বার্সেলোনার হয়ে বায়ার লেভারকুজেনের বিপক্ষে লিওনেল মেসি ও ২০১৪ সালে শাখতার দোনেৎস্কের হয়ে বাতে বরিসভের বিপক্ষে লুইস আদ্রিয়ানো এই নজির গড়েছিলেন।
এদিকে ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও গড়া হয়ে গেছে হালান্ডের। তিনি এই মৌসুমে গোল করেছেন ৩৯টি। তাতে ভেঙে গেছে টমি জনসনের প্রায় শতবর্ষী রেকর্ড।