সাম্প্রতিক সময়ে ডেঙ্গু কিংবা জ্বর হলেই রোগীর ডাবের পানি পানের প্রবণতা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তাতে ৪০-৫০ টাকার ডাব হাত বদলে দু’শো বা তার বেশি টাকায় কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। তবে ডেঙ্গুতে ডাব আসলে সে অর্থে কোনো কাজই করে না। বলতে গেলে ডেঙ্গুর সাথে ডাবের পানি পানের কোনো সম্পর্ক নেই।
সাধারণভাবে ডেঙ্গুর এই মৌসুমে রোগীকে এখন তরল খেতে বলা হয়, সে হিসেবে ডাক্তাররা হয়তো ডাব খেতে বলেন। কিন্তু ডাবের পানি না খেয়ে সাধারণ পানি (বিশুদ্ধ পানি) পান করলেও চলবে। এমনকি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাধারণ ওরস্যালাইনও কিনে খেতে পারেন। ডেঙ্গুতে পানি, শরবত, গ্লুকোজ, ওরস্যালাইন ও ফলমূলের রস- এগুলোই যথেষ্ট।