শান্তকে নিয়ে মিরাজের আবেগঘন বার্তা

0

হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওই ম্যাচে একা লড়াই করে ১২২ বলে ৮৯ রান করেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৯৪ রানের রেকর্ড জুটি গড়েন বাঁহাতি এই ব্যাটার। ১০৫ বল খেলে ১০৪ রান করে রান আউটের শিকার হন তিনি।

তবে বন্ধু ও সতীর্থ শান্তর হঠাৎ এমন ইনজুরিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন মিরাজ।

তিনি লিখেন, ‘বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল; আমার প্রিয় বন্ধু শান্তর সঙ্গে একই মাঠে খেলা অসাধারণ এক যাত্রা। অনেক স্মরণীয় মুহূর্ত একসাথে কেটেছে এবং অনেক কিছু সামনে আসবে, ইনশাআল্লাহ। দ্রুত সুস্থ হয়ে ওঠো এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসো, ভাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here