দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূকে অস্ত্রের (ছুরি) মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ১৫ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ৮টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের লালমাটি শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী মুদি দোকানদার আব্দুর রাজ্জাক (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন। বায়নাকৃত জমির দলিল করতে গরু বিক্রি করে, এনজিও থেকে লোন নিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানের টাকাসহ মোট ১৫ লাখ টাকা বাড়িতে রেখেছিলেন বলে দাবি মুদি ব্যবসায়ীর।
আব্দুর রাজ্জাকের স্ত্রী দোলেনা বেগম (৩৮) সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা বাড়ির খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এদের মধ্যে একজন আমার মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে যায়। অন্যরা আমার ব্যবহৃত ওড়না দিয়ে হাত-পা বেঁধে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ঘরের ড্রয়ারে রাখা জমি কেনার ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় আমি চারজন কালো পোশাকধারী অপরিচিতি ব্যক্তিকে দেখেছিলাম।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। যা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।