উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে মার্কিন সরকারের দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’
নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেন, আমাদের কাছে তথ্য আছে কিম জং উন আশা করছেন যে এই আলোচনা অব্যাহত থাকবে। যার মধ্যে রাশিয়ায় নেতা পর্যায়ের কূটনৈতিক সম্পৃক্ততাও অন্তর্ভুক্ত থাকবে।
নিউ ইয়র্ক টাইমস প্রথম রাশিয়ায় কিম ও পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকের খবর প্রকাশ করে বলেছে, চলতি মাসে পুতিন-কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।