নদী থেকে যুবকের লাশ উদ্ধার

0

নিখোঁজের পরদিন দিনাজপুরের বিরলে পূনর্ভবা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক বিরল উপজেলার রাজারামপুর ইউপির মালঝাড় গ্রামের বীরেন চন্দ্র রায়ের ছেলে বন্ধন চন্দ্র রায় (২০)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিরলের পূর্ব রাজারামপুর এলাকায় নদী দিয়ে লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা লাশের স্বজনদের খবর দেয়। লাশের স্বজনেরা লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে। 

রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশের সৎকার্য করার জন্য নগদ ২৫ হাজার টাকা মৃত যুবকের মা-বাবার হাতে দেয়া হয়েছে।       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here