ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটের বাইশ গজ পেরিয়ে তর্ক-বিতর্ক চলে মাঠের বাইরেও। আর এমন হাইভোল্টেজ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে এর চেয়ে বড় দুঃখ আর কী হতে পারে? চলতি এশিয়া কাপে এমনটাই হয়েছে।
২৬৬ রানে অলআউট হওয়া ভারত ৬৬ রানে ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে তাদের পথ দেখায় হার্দিক পান্ডিয়া এবং ইশান কিশানের ১৩৮ রানের জুটি। আর এই জুটি গড়ার পেছনে বাবর আজমের বাজে ক্যাপ্টেন্সিকে দায় দিলেন সুনিল গাভাস্কার।
ভারতের এই স্কোর পাকিস্তান তাড়া করে জিততে পারত কিনা- সেটা নিয়ে তর্কের সুযোগই নেই। কারণ বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাটিংয়েই নামতে পারেনি।