সিডনিতে গত ২ সেপ্টেম্বর ‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’-র আয়োজনে মারানা অডিটোরিয়ামে এক জমকালো মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ডদল সোলস পারফর্ম করেছে। মূলত ব্যান্ডদলটি ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। এই মিউজিক ফেস্টের মূল আয়োজক ছিলেন ফয়সাল আজাদ, মিরাজ হোসাইন ও এনামুল হক।
অনুষ্ঠান প্রসঙ্গে ফয়সাল আজাদ বলেন, প্রতি বছরের মতো এবছরও আমরা সফলভাবে মিউজিক ফেস্ট সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমরা সত্যি আনন্দিত-গর্বিত।
এছাড়া সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, সিডনিতে অনেকদিন পর গান করেছি। হল ভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ঘুম ভাঙা শহরে গানটি করেছি। কারণ বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে উনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি।
সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকশা, যদি দেখো। আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।
আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।